ধর্মের সেকাল একাল
যদি ধর্ম ব্যবসায়ীদের দিকে তাকান, দেখবেন ওরা আপনাকে পরকালে স্বর্গের লোভ দেখিয়ে নিজেরা ইহকালে দিব্যি আনন্দ ফুর্তি করে জীবন কাটাচ্ছে। পশ্চিমা গণতন্ত্রের প্রবক্তাদের দিকে তাকালে দেখবেন ওরা আপনার দেশে গণতন্ত্রের বাম্পার ফলনের আশা দিয়ে যুদ্ধ লাগাবে, অস্ত্র বিক্রি করবে আর অনেক দূরে টাকার পাহাড়ে বসে আপনার দুর্দশা দেখবে আর ঋণ দিয়ে আপনাকে আরও দেউলিয়া বানাবে। সেদিক থেকে দেখলে পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতাদের সাথে আমাদের ধর্মীয় গুরু বা হুজুদের মধ্যে পার্থক্য শুধু পোষাকে। মিথ্যাচার, হঠকারিতা, দুর্নীতি এসব ক্ষেত্রে দুই দলই সমান। সেটা দেশের সাধারণ মানুষের দিকে আর আফগানিস্তান, ইরাকি, লিবিয়া এসব দেশের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়।
তাই যারা আধুনিকতার নামে পশ্চিমা নিওলিবারেলদের অন্ধভাবে অনুসরণ করে ভাবেন এর মধ্য দিয়ে আপনারা প্রাচ্যের ধর্মীয় ও অন্যান্য কুসংস্কার থেকে মুক্তি পেলেন তারা আসলে নতুন বোতলে পুরানো মদ কেনার মত আরেক ধর্মে দীক্ষিত হলেন। পার্থক্য হল এই ধর্মের পূজা পার্বণ যুগোপযোগী আর আরাধ্য দেবতারা খুব বেশি রকমের স্মার্ট ও আরও বেশি অনৈতিক।
সুতরাং যেকোন ধরণের অন্ধবিশ্বাস থেকে নিজেকে দূরে রাখুন।
দুবনা, ২৯ মার্চ ২০২৩
Comments
Post a Comment