ক্লাস
গতকাল ক্লাসের পরিবেশ ছিল একটু থমথমে। গত সপ্তাহে ওরা ক্লাসে আসেনি বলে ডীন অফিস বাধ্য করেছে কৈফিয়ত দিতে। এটা আমাদের উভয় পক্ষের জন্য অস্বস্তিকর। ছাত্র - শিক্ষকের মধ্যে ভয় ও শাসনের নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি।
প্রায় এক ঘন্টা একটানা লেকচার দিয়ে ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করলাম
কোন প্রশ্ন আছে?
নীরবতা।
সব বুঝেছ?
নীরবতা।
কিছুই বোঝনি?
আবার নীরবতা।
কিছু যে বোঝনি সেটাও বোঝনি?
আবার নীরবতা।
আমার কি মনে হয় জান? একই রকম সাফল্যের সাথে আমি রাস্তার ওপাশে ক্লাস নিতে পারতাম।
ওরা দেখতে পায় না। আমরা তো দেখতে পাই।
শেষ পর্যন্ত এক জন বলল মুখ ফুটে।
রাস্তার ওপারে দনস্কায়া সমাধি।
দুবনা, ২৮ মার্চ ২০২৩
Comments
Post a Comment