অপিউম
ধার্মিকরা যেমন এক সময়ে ঈশ্বরের নামে নরবলী দিত বা এখনও দেয়, সভ্য দেশগুলো তেমনি মানবতার নামে দেশ ধ্বংস করে আর এর বিরুদ্ধে কথা বললেই তাকে স্বৈরাচারী, খুনী ইত্যাদি তকমা দেয়। আমরা মনের সুখে এসব ন্যারেটিভ বিশ্বাস করি। কিন্তু নরবলী যারা দিত তারা এটা করত নিজেদের স্বার্থে, অন্যদের মধ্যে ভয়ের সঞ্চার করে নিজেদের ক্ষমতার ভিত মজবুত করতে। এখনও সেটাই হচ্ছে। আমেরিকা বা ন্যাটো স্বৈরাচারী তকমা দিয়ে অন্যান্য দেশের শাসকদের উপর ঝাঁপিয়ে পড়ে সেসব দেশের জনগণের স্বার্থে নয়, নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা টিকিয়ে রাখতে। যদি মানবতা, গণতন্ত্র এসব তাদের লক্ষ্য হত তাহলে অনুগত স্বৈরাচারীরা তাদের বন্ধু হতে পারত না, তাদের সহযোগিতায় ভিন্ন মতাবলম্বীদের উপর নির্যাতন চালাতে পারত না। একদল লোক যেমন ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকানোর জন্য, এরা গণতন্ত্র ও মানবতাকে ব্যবহার করে সারা বিশ্বকে ঠকানোর জন্য। গণতন্ত্র, মানবতা এসব আজ আধুনিক অপিউম।
দুবনা, ০৪ মার্চ ২০২৩
Comments
Post a Comment