সংগ্রাম

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 
স্বাধীনতা মানে স্ব অধীনতা। আমরা সেটা পেয়েছি। আজ বিদেশি নয়, দেশীয় শাসক ও শোষকরা আমাদের অধীন করে রেখেছে, শাসন ও শোষণ করছে। এই শাসন ও শোষণ থেকে মুক্তি পেতে হলে আমাদের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিতে হবে, মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশীয় দুঃশাসন, দেশীয় শোষণ থেকে মুক্তি লাভ করতে হবে, দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে তাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, যারা দেশ ও রাজনীতিকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে শ্বাসরোধ করে হত্যা করতে চায় তাদের হাত থেকে দেশ, জাতি ও রাজনীতিকে মুক্ত করতে হবে। এটাই ছিল ৭ মার্চে বঙ্গবন্ধুর আহ্বান যা এখনও ভীষণ ভাবে প্রাসঙ্গিক।

মস্কো, ০৭ মার্চ ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা