দলীয় স্বাস্থ্য

শীত প্রধান দেশে শীতকালে মানুষের গায়ে এত জামাকাপড়ের স্তূপ জমে যে এর নীচের মানুষটার আসল আকার বোঝা কষ্ট। কিন্তু গ্রীষ্মে যখন বাঁধা কপির পাতার মত এক এক করে পোশাক ঝরে পড়তে শুরু করে আর সবাই সমুদ্র বা জলাশয়ের পাশে শুয়ে রৌদ্র স্নানে মত্ত হয় তখন বোঝা যায় শরীরের আসল অবস্থা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একই অবস্থা। ক্ষমতায় গেলে দলে এত মানুষের ভীড় জমে যে কে দলের আর কে বসন্তের কোকিল সেটা টের পাওয়া সমস্যা। তাই কারা দলের সত্যিকার কর্মী আর কারা শীত কাটাতে এসেছে সেটা জানার একমাত্র উপায় ক্ষমতার বাইরে থাকার সময় দলের জনশুমারি করা। তাতে অন্তত দলের শক্তি ও শারীরিক অবস্থার এক কমবেশি বাস্তব চিত্র পাওয়া যায়।

দুবনা, ১১ মার্চ ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা