ফ্যাসিবাদ
জর্জিয়া ফরেন এজেন্ট সংক্রান্ত একটা আইন পাশ করতে যাচ্ছে। এটা আসলে ১৯৩৮ সালে গৃহীত আমেরিকার Foreign Agent Registration Act (FARA) এর জর্জিয়ান অনুবাদ। মজার ব্যাপার হল এ কারণে আমেরিকা ০৭ মার্চকে জর্জিয়ার কালো দিবস হিসেবে ঘোষণা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে এটা গণতন্ত্রের পরিপন্থী। অথচ প্রায় একশ বছর যাবৎ এই একই আইন কার্যকর করে আমেরিকা গণতন্ত্রের হর্তাকর্তা, ভাগ্য বিধাতা। এর কারণ আমেরিকা নিজেকে অন্যদের চেয়ে আলাদা, সুপারিয়র বলে মনে করে, মনে করে সেদেশ আর সেদেশের জনগণ বাকি বিশ্বের সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে। আর নিজেকে অন্যদের চেয়ে উত্তম মনে করার ধারণা থেকেই জন্ম নেয় ফ্যাসিবাদ। আসলে কোন জাতির নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করাই ফ্যাসিবাদ।
দুবনা, ০৯ মার্চ ২০২৩
Comments
Post a Comment