বামেদের বিধি বাম

অর্থনীতিবিদ প্রভাত পটনায়েক বলেছেন, "প্রশ্ন এটা নয় যে এদেশে বামেদের কোন ভবিষ্যৎ আছে কিনা , প্রশ্ন হল বামেদের ছাড়া এদেশের কোন ভবিষ্যৎ আছে কিনা"। সমস্যা হল সঙ্গত কারণেই দেশে বামেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে আর বামেরা এই প্রশ্ন উঠতে দিয়েছে বলেই দেশের ভবিষ্যৎ আজ প্রশ্নের সম্মুখীন। আজ দেশে দেশে যে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান সেটা বামেদের দুর্বলতা ও ভুল নীতির কারণে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা সময়ের সাথে নিজেদের বদলাতে পারেনি। সবচেয়ে মজার ব্যাপার হল অধিকাংশ বামপন্থী নেতা ও কর্মী ব্যক্তি জীবনে ভোগবাদ সহ বর্তমান পুঁজিবাদী অর্থনীতির সুযোগ সুবিধা পুরাদমে গ্রহণ করে নিজেদের ও ছেলেমেয়েদের ভবিষ্যৎ কমবেশি নিশ্চিত করলেও দলগত ভাবে, রাজনৈতিক প্রশ্নে তারা পরিবর্তন মেনে নেয়নি, অনেক ক্ষেত্রেই এখনও পুরানো দিনেই রয়ে গেছে। পরিবর্তনই একমাত্র সত্য এটা মুখে বললেও দলীয় বিভিন্ন প্রশ্নে তারা মৌলবাদীদের মতই অনড়। আর এটাই দল ও দেশের ভবিষ্যৎ অনিশ্চিত করছে।

মস্কো, ০৭ মার্চ ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন