বিস্ময়
গতকাল মুক্তা রানীর খুনির ছবি দেখলাম। খুব অল্প বয়সী। স্কুলের ছাত্র বলে মনে হয় দেখতে। এমন একটা ছেলে খুন করতে পারে সেটা কি ভাবা যায়? তবুও এরা খুন করে। এই ছেলের মত কম বয়সী অনেকেই আজকাল খুন করে। কেন? জানে ওদের কিছুই হবে না। হয় ধর্মের জোরে না হয় দলের জোরে অথবা টাকার জোরে ঠিক পার পেয়ে যাবে। রাষ্ট্র বহুদিন হয় দেশের তরুণ ও যুবসমাজকে পথ দেখাচ্ছে না - হয় পারছে না, না হয় অন্য কোন রাজনৈতিক হিসেব নিকেশ থেকে করছে না। এই পথ না দেখানো বিপথে ঠেলে দেবার নামান্তর নয় কি? আজ যে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের চরম অভাব এটা কি রাষ্ট্রীয় নীতির অংশ নয়? এই যে এত এত যুবক প্রতিনিয়ত খুনি হচ্ছে তার জন্য রাষ্ট্র কি মোটেই দায়ি নয়? রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়নের ফসল তুলতে ব্যস্ত। অস্বীকার করার উপায় নেই যে এক্ষেত্রে সে যথেষ্ট সফল। কিন্তু অর্থনীতির বাইরেও যে জীবন আছে, আছে সংস্কৃতি, নৈতিকতা, মানবতা - এসব ক্ষেত্রে চরম ব্যর্থতার গ্লানি কি সে এড়াতে পারবে?
দুবনা, ০৪ মে ২০২৩
Comments
Post a Comment