মানুষ

মাটির মুক্তি মানেই মানুষের মুক্তি নয়।‌ অধিকাংশ মানুষ বরাবরই পরাধীন। তার মালিক বদলায়। বিদেশী মালিকের জায়গা নেয় দেশী মালিক। এতে হয়তো তার জীবনযাত্রার মানে হেরফের হয় কিন্তু মানুষের ভাগ্যের কোনই পরিবর্তন হয় না। সে বরাবরের মতই অন্যের হাতের পুতুল। তাকে সব সময়ই কিছু মানুষের খামখেয়ালির শিকার হয়ে জীবন কাটাতে হয়। তাকে তো সারা জীবনই যুদ্ধ করে টিকে থাকতে হয়। কিন্তু জীবনযুদ্ধের সাথে যোগ হয় আরেক যুদ্ধ - অন্যের যুদ্ধ, অন্যের খামখেয়ালি পূরণ করার যুদ্ধ। কিন্তু দিনের শেষে সে যে সেই - নিজের হাজারো সমস্যার বোঝা নিয়ে একাকী মানুষ। 

দুবনা, ১৩ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা