গণতন্ত্র

স্কুলে পন্ডিত স্যার বলতেন
তোর শিলা তোর ণূড়া
তোর ভাঙব দাঁতের গোড়া

গণতন্ত্র এখন একই সাথে শিলা আর ণূড়া। সে গরীবের ও সাধারণ মানুষের ভোট দেবার অধিকার। কিন্তু এই অধিকার প্রয়োগ করে তারা যাদের হাতে নিজেদের ভালোমন্দের দায়িত্ব তুলে দেয় তারা বেশির ভাগ ক্ষেত্রেই শোষকের ভূমিকা পালন করে। এ যেন শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়া। একই দোকানে বিক্রি হলেও বা একই ড্রাম থেকে ঢালা হলেও গণতন্ত্রের চরিত্র নির্ভর করে তার ক্রেতা বা বোতলের লেবেলের উপরে। শোষকের হাতে সে শোষণের হাতিয়ার, শোষিতের কাছে শোষণের কষাঘাতে সৃষ্ট ক্ষতে অকেজো মলমের প্রলেপ। অন্তত পুঁজিবাদ দ্বারা লালিত পালিত গণতন্ত্র আজ এমনটাই।

মস্কো, ১৫ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা