গাধা

মনে হয় ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতারা প্রচন্ড দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আর সেজন্যই গাধাকে নিজেদের প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন। গাধা আমাদের দেশে বোকার প্রতিশব্দ হলেও অনেক দেশেই গাধা মানে একরোখা। বর্তমান আমেরিকায় গাধা একই সাথে বোকা ও একরোখা। 

"যত খারাপ তত ভালো"

গোগল, দস্তইয়েফস্কি - এদের রচনায় এই উক্তি থাকলেও লেনিনের হাত ধরেই সে বহুল প্রচার পেয়েছে। ডেমোক্র্যাটদের লেনিন পড়ার কথা নয়। তবে অজ্ঞতা কোন অজুহাত নয়। ফলে ডেমোক্র্যাটরা ট্রাম্পকে যতই আইনের জালে জড়াচ্ছে তার জনসমর্থন ততই বাড়ছে বলে খবরে প্রকাশ। 

ইতিহাস কখনোই ভালো শিক্ষক ছিল না। 

মস্কো, ১০ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা