মূল্য
আমি ঝাল তেমন একটা খাই না। কালেভদ্রে কাঁচা মরিচ কিনি। সেটা মূলতঃ ডাল আর মামলেট রান্নার জন্য। তবে একটা জিনিস খেয়াল করেছি - ঝাল বেশি খেলে অনেক কিছুর সাথে কপালও পোড়ে। বেশ কয়েক দিন এর রেশ থাকে।
সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ মরিচের রাগী রাগী মুখটা মনের চোখে ভেসে উঠলো। মরিচ এখানে খুব একটা পাওয়া যায় না। কালেভদ্রে। তাও আবার ছোট দোকানে। ওরা বিক্রি করে পিস হিসেবে। একটা মরিচ ১০ বা ২০ রুবল করে। সুপার মার্কেটে দাম একটু কম তবে নিয়মিত পাওয়া যায় না।
যাহোক মরিচের খোঁজে দোকানে গিয়ে তার দেখা মিলল। তবে দাম দেখে আঁতকে উঠলাম। আড়াই হাজার রুবল বা ৩২ ডলার কেজি। ৫০ গ্রামের প্যাকেট ১২৫ রুবল করে। পাশেই ছিল ১২০ টাকা কেজি টকটকে লাল আপেল - ঠিক যেন নাদুসনুদুস ভুঁড়িওয়ালা মরিচ। আমি বেশি না ভেবে এক কেজি আপেল নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম।
কার দাম কত সেটা তো আমাদের উপর নির্ভর করে। আমরা দাম দিলেই সে দামী, না দিলে মূল্যহীন। শোষকের হাতে বেচারা খাবারও শোষণের হাতিয়ার।
দুবনা, ১৪ মে ২০২৩
Comments
Post a Comment