পাগল পৃথিবী
সাফল্য বা ব্যর্থতা দু'টোই মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যখন মনে হয় তাকে যেন ভূতে পেয়েছে। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরও আরও চেষ্টা চালিয়ে যেতে থাকে। বিশেষ করে সে যদি বার বার ব্যর্থ হয়। এটা অনেকটা ক্যাসিনোর মত - যখন প্রতিবার হেরে খেলুড়ে মনে করে পরের দানেই সে হারানো সব কিছু ফিরে পাবে। এমন কি যুধিষ্ঠিরের মত মানুষও এ থেকে মুক্ত নন। বর্তমান পশ্চিমা বিশ্বের নেতৃত্বের দিকে তাকালে সেটাই মনে হয়। একদিকে তারা স্বীকার করছে যে এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে জেতা সম্ভব নয় কারণ সেরকম পরিস্থিতি তৈরি হলে মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন হবার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু প্রতিনিয়ত যুদ্ধের আগুনে খড়কুটা দিয়েই চলছে। এবং এটাও বিশ্বাস করছে যে রাশিয়া এক্ষুনি কেঁপে উঠবে। এটা শুধু সময়ের ব্যাপার। শুনেছি ওশো তার হাজার হাজার অনুসারীদের পাগল বানিয়ে ফেলতে পারত। পুতিন কি ওশোর মতই পশ্চিমা বিশ্বের সব নেতাদের পাগল বানিয়ে ফেললেন নাকি?
দুবনা, ২৭ মে ২০২৩
দুবনা, ২৭ মে ২০২৩
Comments
Post a Comment