মন মোর মেঘের সঙ্গী

আইনস্টাইনের তত্ত্ব অনুয়ায়ী স্থান-কাল ও বস্তু পরস্পরের উপর নির্ভরশীল। বস্তু যেমন স্থান-কালের বিবর্তনে প্রভাব ফেলে, স্থান-কাল তেমনি বস্তুর গতিবিধির উপর প্রভাব ফেলে। মানুষের ক্ষেত্রে সেই প্রভাব মনে হয় সাইকোলজিক্যাল। কোন সুন্দর জায়গায় ঘুরতে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। আর এ কারণেই মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশ বিদেশে যায়। অধিকাংশ স্যানেটরিয়াম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। তবে এর বাইরেও কিছু কিছু জিনিস আছে যা আমাদের মনকে দোলা দেয়। মস্কোয় আমাদের জন্য এরকম একটা জায়গা বন্ধুত্ব পার্ক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন। সেখানে দাঁড়িয়ে তিনি দেখছেন পার্কে ঘুরে বেড়ানো মানুষজন। আর যারা এদিকে দিয়ে যাচ্ছেন তারাও কৌতূহল ভরে দেখছেন স্থির দাঁড়িয়ে থাকা এই বিশাল পুরুষকে। এখানে এলেই মনের মধ্যে কেমন যেন একটা দেশি দেশি ভাব জেগে ওঠে। তখন মনে হয় না আমি মস্কোয় আছি। মনে হয় এই জায়গাটা একান্তই আমাদের, আমাদের কবিগুরুর। তাঁর উপস্থিতি যেন এই জায়গাটুকুকে এক টুকরা বাংলা ভূমিতে পরিণত করে। হয়তো একারণেই

তিনি জীবন মরণের সীমানা ছাড়িয়ে
অমর হয়ে আছেন দাঁড়িয়ে।

দুবনা, ০৯ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা