হাঁটু
হাঁটুতে প্রচন্ড ব্যথা নিয়ে হাঁটু জল ভেঙ্গে হাঁটতে হাঁটতে হাটে গিয়ে তিনি দেখলেন ইতিমধ্যেই কে যেন হাটে তার হাঁড়ি ভেঙে দিয়েছে মানে তার হাঁটুর ব্যথার খবর গ্রামময় রাষ্ট্র করে দিয়েছে। যার সাথেই দেখা হয় সেই জিজ্ঞেস করে
হাঁটুর খবর কী?
হাঁটুতে নাকি ভীষণ ব্যথা?
এমনকি হাঁটুর বয়সী ছেলেরা পর্যন্ত যেচে উপদেশ দেয়
এই হাঁটু নিয়ে এত হাঁটাহাঁটি করতে নেই।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে হাঁটাহাঁটি বাদ দিয়ে এই বুঝি হাতাহাতি করতে হবে। শেষ পর্যন্ত আবার হাঁটু জল ভেঙ্গে হাঁটতে হাঁটতে হাট থেকে তিনি বাড়ি ফিরলেন। এখন শুধু হাঁটু নয় তার মনও ব্যথায় কুঁকড়ে উঠলো।
দুবনা, ২৬ মে ২০২৩
Comments
Post a Comment