ক্ষমতার অক্ষমতা
আইন দিয়ে মানুষ প্রথমে নিজেদের শৃঙ্খলাবদ্ধ করে। এরপর কিছু লোক আইনকে কুক্ষিগত করে পুরা সমাজকে শৃঙ্খলিত করে। এটা হয় ক্ষমতার আস্ফালন থেকে। সমাজ হোক, রাজনীতি হোক, ধর্ম হোক যখনই একদল মানুষ এসবের ক্ষমতা নিজেদের স্বার্থ বা স্বপ্ন পূরণে নির্বিঘ্নে ব্যবহার করতে পারে তখন তারা আর পিছ পা হয় না। শক্তিকে অপশক্তি বানিয়ে তান্ডব চালায়। "আমি বা আমরা সব পারি" এই স্লোগান তাদের ঘাড়ে ভূতের মত চেপে বসে। এমনকি বিজ্ঞানও এই দোষ থেকে মুক্ত নয়। নতুন রহস্য উদঘাটনের নেশায় অনেক বিজ্ঞানীও প্রকৃতির জন্য ঝুঁকিপূর্ণ এমন সব আবিষ্কারে মেতে ওঠে যা মানবসভ্যতার জন্য হুমকি স্বরূপ। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম শুরু - বিকাশ - শেষ বা জন্ম - পরিপূর্ণতা - মৃত্যু। প্রকৃতির সব সৃষ্টিতেই ধ্বংসের বীজ শুরুতেই বপন করা হয়।
দুবনার পথে, ২৯ মে ২০২৩
Comments
Post a Comment