পরাধীনতা

গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সাফল্য লাভের অসংখ্য পথ ও সেই পথ বেছে নেবার স্বাধীনতা। তবে পুঁজিবাদের গণতন্ত্রে এই স্বাধীনতা কাজে লাগানোর সুযোগ সীমিত এবং স্বল্প সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ। 

বর্তমানে মিডিয়ার দাপটে মানুষের চয়েস যত বেশি স্বাদ গ্রহণের আগ্রহ তত কম। সমাজের বেশিরভাগ মানুষ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে 
বাইরের লোকজনের মতামত দ্বারা এতটাই প্রভাবিত যে নিজের সাথে পরামর্শ করার প্রয়োজন পর্যন্ত বোধ করে না। 

এতদিন পুঁজিবাদ আমাদের রান্না ঘর আর ড্রয়িং রুমে খবরদারি করত, এখন সে আমাদের মনোজগতের পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। 

দুবনার পথে, ১৫ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা