প্রকৃতির ডাক
যে আমেরিকা ক্লিনটন ও লিভেনস্কির বা হান্টার বাইডেনের সুপার হট এজেন্ডার সুরাহা করতে পারল না সেই দেশ চোখের পলকে সাতাশ বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথিত অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল। করল এত দ্রুততার সাথে আর সাক্ষী প্রমাণ ছাড়া যে অনেকের মনেই প্রশ্ন জেগেছে রাজনৈতিক লাভ লোকসানের টানা হ্যাচড়ায় ন্যায় বিচারের জীবন সঙ্কট হবে কি না।
মীটু মনে হয় আমেরিকার ব্লাসফেমি ল-তে পর্যবসিত হচ্ছে। পাকিস্তানে যেমন ধর্ম, আমেরিকায় তেমনি মহিলা। অপূর্ব যুগলবন্দী। দু জনাই প্রতিপক্ষ নিধনে মোক্ষম অস্ত্র।
মাছের পচন শুরু হয় মাথা থেকে। গণতন্ত্র, বাকস্বাধীনতা, ন্যায় বিচার এসবের পচন যে আমেরিকা থেকেই শুরু হবে এতে কি সন্দেহ আছে? সবই পচে। এটাই প্রকৃতির নিয়ম।
মস্কো, ১০ মে ২০২৩
Comments
Post a Comment