প্রশ্ন

অনেকেই পরিহাসের ছলে বলে যে পাকিস্তান বন্দুকের মুখে বাঙালিকে উর্দু শেখাতে পারেনি অথচ বলিউড সিনেমা দেখিয়ে তাদের হিন্দি শিখিয়েছে। লেনিন জনমানসে সিনেমার গুরুত্বের কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। আর সে কারণেই বিপ্লবের পর পর আইজেনস্টাইনের মত পরিচালক বিভিন্ন কালজয়ী সিনেমা তৈরি করেছেন নতুন মানুষ গড়ার জন্য। মানুষের মত মানুষ, মানুষের ভাগ্য, যাও এবং দেখ ইত্যাদি অনেক ছবির কথা বলা যায় যা সোভিয়েত ইউনিয়নে যুদ্ধ বিরোধী মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছে। তবে শুধু সোভিয়েত ইউনিয়ন নয়, হলিউডও নিজের মত করে সিনেমা ব্যবহার করেছে জনমত তৈরিতে, ভিন্ন মানসিকতার নতুন মানুষ গড়ে তুলতে। এই যে কথায় কথায় অস্ত্রের ব্যবহার, চারিদিকে যান্ত্রিক মানুষের ছড়াছড়ি সেটা কি হলিউডের সিনেমার ফসল
নয়?

দুবনা, ১৬ মে ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন