বিজয়ের শুভেচ্ছা
আজ রাশিয়া মহান পিতৃভূমির যুদ্ধের ৭৮ তম বার্ষিক পালন করছে। যদিও এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সব রিপাবলিকের অংশগ্রহণ ছিল তবে রাজনৈতিক কারণে বেশ কিছু রিপাবলিক এখন আর এই উৎসবের দিনটি পালন করে না। সোভিয়েত আমলে অবশ্য বিজয় দিবস এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনারা জড়ো হতেন পার্ক কুলতুরি, বলশয় থিয়েটার, মার্ক্সের মনুমেন্ট ও অন্যান্য জায়গায়। সাধারণ মানুষের ঢল নামত তাদের অভিনন্দন জানাতে। সে সময় ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ও ৭ নভেম্বর অক্টোবর বিপ্লব দিবসের জাঁকজমকের কাছে বিজয় দিবস ম্লান হয়ে যেত। নতুন রাশিয়ায় বিজয় দিবস নতুন প্রাণ, নতুন অর্থ নিয়ে পালিত হচ্ছে। এই দিন এদের গর্বের দিন। এই দিন এদের অনুপ্রেরণার দিন। বিশেষ করে দেশে দেশে ফ্যাসিবাদ আবার যখন মাথাচাড়া দিয়ে উঠছে তখন এই দিন নতুন গুরুত্ব বহন করে। আজ রেড স্কয়ারের উপর দিয়ে যখন "স্তাভাই স্ত্রানা আগ্রোমনায়া"র শক্তিশালী সুরের মূর্ছনার সাথে সাথে রাশিয়ার পতাকার পাশাপাশি বিজয়ের পতাকা, যা দেখতে অনেকটা সোভিয়েত ইউনিয়নের পতাকার মত, মার্চ করে চলে যায় আর এক পর্যায়ে রুশ জাতীয় সঙ্গীত, যার সুর অবিকল সোভিয়েত ইউনিয়নের জাতীয় সঙ্গীতের সুরের সাথে মিলে যায়, তা এক অন্য মাত্রা যোগ করে মৃত্যুর বিরুদ্ধে জীবনের এই উৎসবে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!
দুবনা, ০৯ মে ২০২৩
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!
দুবনা, ০৯ মে ২০২৩
Comments
Post a Comment