শিক্ষা

কয়েক দিন হল বুশরা আফরিনের ঢাকার চিপ হিট অফিসার নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল। প্রথম দিকে মূলতঃ নেগেটিভ মন্তব্য থাকলেও এখন অনেকেই পজিটিভ কথাবার্তা বলেছেন। এসব পোস্ট থেকে বোঝা যায় তিনি নিজের যোগ্যতা বলেই নিয়োগ পেয়েছেন। পশ্চিমা বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে পড়াশুনা করে অধিকাংশ মানুষ যখন সেখানে ভাগ্য অন্বেষণে ব্যস্ত সেখানে তার ফিরে আসা সাহসী পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত তিনি কতটুকু সফল হবেন সে ব্যাপারে অনেকেই সন্দিহান। কারণ আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি। বুশারার উপর আক্রমণে অনেকেই পুরুষতান্ত্রিক সমাজের কালো হাত দেখছেন। তবে এর পেছনে সবচেয়ে বড় কারণ মনে হয় বুশারার পারিবারিক উত্তরাধিকার। তিনি মেয়রের মেয়ে। এটাই তার সমস্ত যোগ্যতাকে ম্লান করে দিয়েছে। কারণ আমাদের দেশে এখন খুঁটির জোর মানে উপরের তলায় বিশেষ যোগাযোগ ছাড়া কিছু যে হয় সেটা আর মানুষ বিশ্বাস করে না। ঢাকার উত্তরের মেয়র নিঃসন্দেহে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রভাভশালী মানুষ। তার মেয়েকে যখন নিজ যোগ্যতায় চাকরি পেয়েও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা এলিট শ্রেণীর জন্য মোটেও সুখকর নয়। তাদের রাজনীতি এতদিন সৎ, শিক্ষিত ও স্বাধীনচেতা মানুষদের দেশে সম্মানের সাথে কাজ করাকে প্রায় অসম্ভব করে তুলেছে, এখন সেই রাজনীতি তাদের ছেলেমেয়েদের সৎ ভাবে বসবাস করাও প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক নেতৃত্ব যদি দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে না আনেন তবে ভবিষ্যতে তাদের সন্তানদের এদেশে শান্তিপূর্ণ নীলাকাশ নিশ্চিত নয়।

দুবনা, ০৬ মে ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা