রবি বাবু
কুম্ভকর্ণ ছয় মাস ঘুমের পর একদিনের জন্য জেগে উঠত আর ঐ একদিনেই লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলত। বর্তমানের দ্রুত পরিবর্তনশীল যুগে কুম্ভকর্ণের আদর নেই। তবে মাঝে মধ্যে সে নিজের উপস্থিতির প্রমাণ দেয়। বাংলা দিনপঞ্জি সারা বছর অধিকাংশ মানুষের জন্য ঘুমিয়ে থাকে। তার উপস্থিতি টের পাওয়া যায় পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ আর এগারোই জৈষ্ঠ্য। যদি প্রায় সব কিছুর মত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা ৭ মে পালন করতাম তাহলে সমস্যা ছিল না, কিন্তু আমরা যেহেতু সেটা ২৫ বৈশাখ পালন করি তাই সেটা সেই সময়ের প্রচলিত পঞ্জিকা অনুসারে হওয়াটাই যৌক্তিক। তবে বাংলার সাথে রবীন্দ্রনাথ এতটাই মিলেমিশে একাকার যে বছরের প্রতিটি দিনই তিনি নতুন নতুন রূপে ধরা দেন রবীন্দ্র প্রেমীদের কাছে।
দুবনা, ০৮ মে ২০২৩
Comments
Post a Comment